পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র পক্ষ থেকে গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে ফুলেল শুভেচ্ছা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম কে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা ক্রিড়া সংস্থার মিলনায়তনে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক আমাদের সময় ডট কম এর জেলা প্রতিনিধি খালিদ আবু ও পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেশ সংবাদ ডট কম এর জেলা প্রতিনিধি মো: তামিম সরদার।
সিনিয়র সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু (ডেইলী বাংলাদেশ ডট কম), সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ (সাউথ বাংলা ডট নিউজ), সহ-সভাপতি মাহামুদুর রহমান মাসুদ (জাগো নিউজ২৪ ডট কম), যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসাইন (ইন্টারন্যাশনাল টেলিভিশন ডট কম), যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ শিমুল (পিরোজপুর রিপোর্ট২৪ ডট কম), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ (বাংলাদেশের আলো ডট কম), সাংগঠনিক সম্পাদক মো: মনির চৌধুরী (আমার বার্তা ডট কম), কোষাধ্যক্ষ মো: আবীর হাসান (দৈনিক আলোকিত দেশ ডট কম), দপ্তর সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (বলেশ্বর ডট কম), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন (আলোকিত মঠবাড়ীয়া ডট কম), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মিঠু (ই-নিউজ৭১ ডট কম), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ইমন চৌধুরী (অধিকার ডট নিউজ), শিক্ষা ও গবেষনা সম্পাদক ফেরদৌস রহমান (গ্রামের সমাজ ডট কম),
কার্যনির্বাহী সদস্য- ১। লাহেল মাহামুদ (বিডি জার্নাল ডট কম), ২। এস.এম আকাশ (সময়ের কণ্ঠস্বর ডট কম), ৩। জে. আই. লাভলু (পরবর্তন ডট কম), ৪। সামসুদ্দোহা প্রীন্স (বরিশাল টেলিভিশন ডট কম), ৫। ইসরাত জাহান মমতাজ (দৈনিক আমাদের সময় ডট কম), ৬। এম.এ মুন্না (বৃত্ত নিউজ ডট কম), ৭। মারুফুল ইসলাম (সময় সংযোগ২৪ ডট কম), ৮। ওয়ালিউর রহমান (৭১ নিউজ টুডে ডট কম), ৯। মো: তরিকুল ইসলাম (একশন বিডি২৪ ডট কম)।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ