পিরোজপুর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার ঃ পিরোজপুরে “বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূলশক্তি” এই স্লোগানে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে স্থানীয় টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবাধায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৩দিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। আগামী ১৮ জুন এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।


Categories: বরিশাল বিভাগ,শিক্ষাবার্তা

ব্রেকিং নিউজ