পিরোজপুর সদর উপজেলার পালপাড়া এলাকায় সোমবার দিনগত গভীর রাতে এক অগ্নিকান্ডে একটি বেকারি কারখানা সম্পূর্ন ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় পনেরো লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে পিরোজপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার জানিয়েছেন। অগ্নিকান্ডের খবর পেয়ে রাত সারে তিনটায় ঘটনা স্থলে এসে আপ্রাণ চেষ্টা চালিস্ত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় দমকল বাহিনী । পালপাড়া এলাকাবাসী বলেন, মসজিদের মাইকে আগুন লাগার ঘটনা প্রচার করার ফলে এলাকাবাসী ছুটে আসেন, আগুন নিভানোর জন্য। ফায়ার সার্ভিস অতি দ্রুত এসেও খালে পানি সংকটের কারণে পাশের টি এন টি অফিস থেকে পানি সংগ্রহ করতে একটু বিলম্ব হয়।
পিরোজপুর পাল-পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভষ্মীভূত বেকারি কারখানা
Categories: বরিশাল বিভাগ