পিরোজপুরের রায়েরকাঠীতে হালিম হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতঃ হালিম হাওলাদার রায়েরকাঠী গ্রামের মৃতঃ ইয়াকুব আলী হাওলাদার ছেলে। নিহতের বড় ভাই হানিফ হাওলাদার জানান, আমার ছোট ভাই হালিম হাওলাদার দোকান থেকে রাতে বাড়ি না আসলে আমরা তাকে খুজেছি। কিন্তু রাতে না পেয়ে সকালে তার মরদেহ গলাকাটা অবস্থায় রায়েরকাঠি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ডোবায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, রায়েরকাঠি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ডোবায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
পিরোজপুরে গলাকাটা লাশ উদ্ধার
Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ