বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ মঞ্চ। আইন বিভাগের শিক্ষার্থী সামিহা তাসনিমকে সভাপতি ও ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাজী ইব্রাহিমকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিন্ধান্ত মোতাবেক আগামী দুই বছরের জন্য মুক্তিযুদ্ধ মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের কমিটি অনুমোদন দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মুক্তিযুদ্ধ মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় কমিটির নবনির্বাচির নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় কমিটির সদর সেলে জমা দেওয়াদ জন্য বলা হয়েছে। একই সময়ের মধ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তগত সকল হলে মুক্তযুদ্ধ মঞ্চের কমিটি গঠনের জন্যেও বলা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটির সভাপতি সামিহা তাসনিম
Categories: বরিশাল বিভাগ,শিক্ষাবার্তা