ঝালকাঠি বাস মালিক সমিতির খামখেয়ালির কারণে ১৫ দিন ধরে পিরোজপুর থেকে বরিশালগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে প্রশাসনসহ বিভিন্ন স্তরে ধরনা দিয়েও সমস্যার কোন সমাধান করতে পারেনি পিরোজপুর বাস-মিনিবাস মালিক সমিতি। এতে যাত্রীদের ভোগান্তিতে দিন দিন বাড়ছে।
গত ১৫ জুন বরিশালের রুপাতলী বাস টার্মিনালে এক বাস চালককে মারধোরের জের ধরে পিরোজপুর থেকে ঝালকাঠির ওপর দিয়ে বরিশালগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর ১৬দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পিরোজপুর থেকে বরিশালগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঝালকাঠি থেকে নিয়মিত বাস ছেড়ে যাচ্ছে।
দীর্ঘ দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পাশাপাশি মারাত্মক ভোগান্তিতে পড়েছে শতাধিক বাস শ্রমিক। দৈনিক মজুরির উপর নির্ভর করে চলা শ্রমজীবী পেশার এ মানুষগুলোর উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন।
দীর্ঘ দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পাশাপাশি মারাত্মক ভোগান্তিতে পড়েছে শতাধিক বাস শ্রমিক। দৈনিক মজুরির উপর নির্ভর করে চলা শ্রমজীবী পেশার এ মানুষগুলোর উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন।
তবে সমস্যার সমাধানের জন্য পিরোজপুর বাস-মিনিবাস মালিক সমিতি একাধিকবার ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সাথে বৈঠকে বসলেও এখন পর্যন্ত এর কোন সমাধান হয়নি বলে জানান শ্রমিক নেতা।