পিরোজপুরে ল’ কলেজের নবীন বরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবীর হাসান : পিরোজপুরে ল’ কলেজের ২০১৯-২০ সালের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা ল’ কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ নবীন বরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাহিদ ফারজানা সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল’ কলেজের অধ্যক্ষ এ্যাড চন্ডী চরন পাল, কলেজের কার্যকরী পরিষদের সদস্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুরের পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক, কলেজের কার্যকরী পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড এম এ হাকিম হাওলাদার, কলেজের কার্যকরী পরিষদের সদস্য, কলেজের কার্যকরী পরিষদের সদস্য এ্যাড খান মোঃ আলাউদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম বেলায়েত হোসেন, কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন খান প্রমুখ। কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী তানজিন আক্তার জিসা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ছাব্বির আহম্মেদ। এসময় কলেজের শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।


Categories: বরিশাল বিভাগ,শিক্ষাবার্তা

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ