পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের নানা আয়োজনে বরণ করলো জেলা ছাত্রলীগ

পিরোজপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারী সোহরাওয়ার্দী কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আনন্দ মিছিল, পথসভা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সরকারী সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে এক বিশাল আনন্দ মিছিল বের করে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবন ২ এর সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস ফয়সাল মাহবুব শুভ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত খান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক বারী তালুকদার জয়েন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ সংসদের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাইন,

পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদ রিগান, মামুন শেখ, সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক সদস্য হাফিজুর রহমান জুম্মান, সাবেক সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন সবুজ প্রমুখ। পরে নবাগত শিক্ষার্থীদের মাঝে ফুল ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে টেলি কনফারেন্সের মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু বক্তব্য রাখেন।



Categories: বরিশাল বিভাগ,শিক্ষাবার্তা

ব্রেকিং নিউজ