বর্তমান শেখ হাসিনার সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। তাই সদ্য ঘোষিত বাজেটে শিক্ষাখাতেই বরাদ্ধ বেশি রাখা হয়েছে। শিক্ষাবিহীন একটি জীবন অন্ধকার আকাশের সমান। তাই প্রাথমিক স্থরের শিক্ষা থেকেই শিক্ষার্থীদের ভিত শক্ত ও মজবুত করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান, বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী পিরোজপুর- ১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম। শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর ও নেছারাবাদ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত পিরোজপুর সদর উপজেলা ও নেছারাবাদ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, অবৈধ ভাবে ধন সম্পদসম্পদ অর্জনে কোন গর্ব নাই। কেননা পরবর্তীতে আপনার সন্তানের দিকে আঙ্গুল তুলে তার বন্ধুরা বলবে তার বাবা একজন ঘুষখোর ছিল। শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন শিক্ষক ও একজন ঠিকাদার এক নয়। আপনি ক্লাশে ফাঁকি দিলে তা হবে গোটা জাতিকে ফাঁকি দেয়া। এ প্রসংগে তিনি বলেন, আমরা এমন শিক্ষা চাইনা, যে শিক্ষায় মানুষকে বান্ধবীকে নিয়ে হোটেলে রেপ করা, নুসরাত হত্যার মত এবং নয়নবন্ড হতে শেখায়। তিনি বলেন, আমরা চাই সীতানাথ বসাকের সেই আদর্শ লিপির শিক্ষায় শিক্ষিত হতে ‘ সদা সত্য কথা বলব’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদীয়-১৯ আসনের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক। উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে পিরোজপুর সদর উপজেলা ও নেছারাবাদ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়সমূহে ১৭৪টি প্রোজেক্টর এবং ২২৯টি সাউন্ড সিস্টেম বিতরন করা হয়।
এর পরে মন্ত্রী পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা কৃষি আফিস আয়োজিত ২০১৮-১৯ অর্থ বছরে দক্ষিন- পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষীদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় কৃষদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন করেন। এ সময় মন্ত্রী ভর্তুকি মুল্যে ১০টি ধান মাড়াই যন্ত্র এবং ১টি ধান কাটা যন্ত্র কৃষদের হাতে তুলে দেন।