পিরোজপুরে কৃষকদের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ গণপূর্ত মন্ত্রীর


পিরোজপুরে কৃষকদের মাঝে ধান মাড়াই ও ধান কাটার আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃষি উপকরণ বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।

পিরোজপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা এমপি শেখ এ্যানী রহমান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা বিভাষ চন্দ্র দাস, উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে ১০টি ধান মাড়াই ও ১টি ধান কাটার আধুনিক মেশিন বিতরণ করা হয়।



Categories: জাতীয়,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ