পিরোজপুরে রিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে প্রবীনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিকদামল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারের প্রবীন সামাজিক কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিকদামল্লিক ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি আলহাজ¦ সোলায়মান মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সংসদীয়-১৯ আসনের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কেন্দ্রীয় কমিটির জেনারেল ম্যানেজার সালেহ মাহমুদ মিঠু, জেলা সহকারী মহা ব্যাবস্থাপক নাসির উদ্দিন, পিরোজপুর – ১ এরিয়া ম্যানেজার মোঃ রয়িজ উদ্দিন, প্রবীন প্রোগ্রামের এরিয়া কো-অর্ডিনেটর ফারুক রহমান প্রমুখ।


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ