পিরোজপুরে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভালের উদ্বোধন


“শৃঙ্খলার জন্য ক্রিকেট,ক্রিকেট খেল শৃঙ্খলা শেখ’’ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা স্টেডিয়ামে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভালের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু আলী মো: সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা শিশু পরিবারর উপ-তত্ববধায়ক শাবানা খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও মনযোগী হতে হবে। খেলাধুলা শরীর ও মন ভাল রাখে। সুস্থ থাকতে হলে খোধুলার বিকল্প নেই। যারা খেলাধুলার প্রতি মনোযোগী তারা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকে না। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। খেলাধুলার আয়োজনে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে। যারা নিজেদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করেছে, তারা দুই ক্ষেত্রেই ভালো করেছে। খেলাধুলা করলে মনমানসিকতা বড় হয় ও তারা কখনো ভুল পথে পা বাড়ায় না। সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে চায়।


Categories: খেলাধুলা,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ