পিরোজপুরে এক ব্যক্তির পেট থেকে ইয়াবা উদ্ধার।

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যক্তির পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করেছে পুলিশ।

আজ শনিবার পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্টান্ড সংলগ্ন সরদার পাড়া থেকে লিটন কুমার মালী (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয় বলে জানান ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান।


লিটন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী এবং ভান্ডারিয়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের দীপক কুমার মালীর ছেলে।

ভান্ডারিয়া থানার এ এস আই মো. ফেরদৌস জানান, লিটন মালী পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেট কিনে ভান্ডারিয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন সরদার পাড়া সড়ক এলাকায় অবস্থানকালে পুলিশ অভিযান চালায়।

ওসি বলেন, এ সময় লিটন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় লিটন সঙ্গে থাকা পলিথিনে মোরানো ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন।

“পরে তার পেটে ওয়াশ করে সাতটি ইয়াবা ট্যাবলেট বের করা হয়। একটি ট্যাবলেট গলে গেছে।”

ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় গ্রেপ্তার লিটনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ