পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, প্রধানমন্ত্রী বরাবর শিক্ষার্থীদের চিঠি


পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্ক নিয়ে শ্রেণীকক্ষে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। পঞ্চম শ্রেণির এক ক্ষুদে শিক্ষার্থী প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখে আবেদন জানিয়েছে, নতুন একটি ভবনের। একই দাবি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর।

বার বার আবেদন করেও মেলেনি নতুন ভবনের অনুমোদন। এ অবস্থায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লিখেছে। চিঠিটি হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী বরাবর তা পোস্ট করে দিয়েছেন প্রধান শিক্ষক। এতে বিদ্যালয়ের জন্য নতুন একটি ভবনের দাবি করা হয়।

এদিকে, পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানান পিরোজপুর সদর এলজিইডি উপজেলা প্রকৌশলী হরষিত সরকার।


১৯৭৫ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৩০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক রয়েছেন ৫ জন।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,শিক্ষাবার্তা,সারাদেশ

ব্রেকিং নিউজ