টানা ৫ দিনের বৃষ্টিতে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত

পিরোজপুরে ৫ দিনের টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত।

অমাবস্যার জোয়ার ও বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে পিরোজপুরের কঁচা, বলেশ্বর, সন্ধ্যা ও কালিগঙ্গা সহ বিভিন্ন নদ-নদী ও খালে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর এতে তলিয়ে গেছে নদী পাড়ের গ্রাম সহ রাস্তাঘাট।

স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বিভিন্ন ধরণের ফসলি জমি। এমনকি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন এর মালিকরা।


সেগুলো বাইরে বের করতে না পেরে, গোয়াল ঘরেই আটকে রেখেছেন। অন্যদিকে পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ।


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ