পিরোজপুরের ইন্দুরকানি কলেজে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়

পিরোজপুরের সরকারি ইন্দুরকানি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থী প্রতি অতিরিক্ত ৫০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার এর বিরুদ্ধে।

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিযোগ এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য উপজেলা পর্যায়ে সেশন চার্জ সহ ১০০০ টাকা নির্ধারণ করে দিয়েছে বোর্ড। কিন্তু কলেজের অধ্যক্ষ নিজের স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১,৫০০ টাকা করে নিয়েছেন।

তবে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে অন্য শিক্ষকরাও অবগত নয়। তাদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই অধ্যক্ষের একক সিদ্ধান্তে এ টাকা নেওয়া হয়েছে বলে জানান তারা।


তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ওই কলেজে গেলে অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদারকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

এ বছর সরকারি ইন্দুরকানী কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় মোট ৩৭৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।


Categories: শিক্ষাবার্তা

ব্রেকিং নিউজ