ঢাকা থেকে পথ ভুলে ইন্দুরকানীতে আসা শিশু সামিউল ফিরে পেল তার স্বজন


ঢাকা থেকে সহপাঠির সাথে লঞ্চে চড়ে পিরোজপুরের ইন্দুরকানী চলে আসে মাদ্রাসা ছাত্র তাহসিন সামিউল (৭)। গত বুধবার সকালে লঞ্চ থেকে ইন্দুরকানী ঘাটে নেমে নিজ পথের সঠিক ঠিকানা ভুলে কান্নায় ভেঙ্গে পড়ে সামিউল। সকাল ১১ টার দিকে লঞ্চঘাটে সামিউলকে কান্না করতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এসময় ইন্দুরকানী থানার এস আই মোঃ জাকির হোসেন খান তাহসিন সামিউলকে লঞ্চঘাট থেকে থানায় নিয়ে যায়। সামিউলকে জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার যাত্রাবাড়ির মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা ও এতিমখানায় সে হাফেজি পড়ে। কাউকে কিছু না বলে এক সহপাঠির সাথে ভুলে লঞ্চে চড়ে ইন্দুরকানী চলে এসেছে। তার বাড়ি বরিশালের উজিপুরের ওটরা গ্রামে। তার পিতার নাম আব্দুস সালাম।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে সামিউলের পরিবারকে খুঁজে বের করেন। তিনি পরিবারের সাথে যোগাযোগ করলে বুধবার রাত ৮ টার দিকে সামিউলের নানা নুরে আলম চৌকিদার ইন্দুরকানী থানায় আসেন। থানার ওসি তাহসিন সামিউলকে তাঁর নানা আলম চৌকিদারের কাছে বুঝিয়ে দেয়।

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে সত্যিই খুব ভাল লাগছে।



Categories: ঢাকা বিভাগ,বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ