পিরোজপুরের নেছারবাদ উপজেলার কামারকাঠি গ্রামে খালে পড়ে পানিতে ডুবে চার বছর বয়সী শিপা নামে একটি কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠির মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে। শিশুটি তার বাবা মায়ের একমাত্র সন্তান। ওই গ্রামের ইউপি সদস্য আলতাফ হোসেন জানান, সোমবার সকালে শিশুটির মা দরকারি কাজে প্রতিবেশির ঘরে বের হয়েছিল। এসময় শিশুটি তার মায়ের অগোচরে পিছনে বের হয়। সামন্য সময়ের ব্যবধানে শিপার মা প্রতিবেশির ঘর থেকে ফিরে মেয়েকে খোজ করেন। পরে তাকে দেখতে না পেয়ে ডাক চিৎকার দিয়ে আশে পাশে খোজ শুরু করেন। খোজতে গিয়ে ঘরের পাশে খালের পাড়ে মেয়ের জুতা পড়ে আছে দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডবুরিসহ স্থানীয় ডুবুরিরা প্রায় ঘন্টা খানেকের মত খালের মধ্য খোজাখুজি করে না পেয়ে চলে যান। প্রতিবেশিরা জানায়, পরে তারা খালের মোহনায় ও মাঝে জাল পেতে রাখলে প্রায় ১২ ঘন্টার ব্যবধানে অর্থ্যাৎ রাত আটটার দিকে শিশুটির লাশ জালে আটকা পড়ে। ওই শিশুটির পিতা শিপন মোল্লা পেশায় একজন দিনমজুর।