পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির দিবা শাখার বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ নাহিন নুর (১৪) মঙ্গলবার সকাল ৯ টায় পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা এলাকার বাসা থেকে বের হয়ে যায়। এর পরে আর বাড়িতে ফিরে আসে নাই। নাহিন নুর পটুয়াখালী জেলার গলাচিপা থানার আমখোলা গ্রামের মোঃ নুর হোসেন ও মোসাঃ নুরুন নাহারের পুত্র। মোঃ নুর হোসেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। হারিয়ে যাওয়া নাহিন নুর এর মা মোসাঃ নুরুন নাহার জানান, নাহিন নুর স্কুলে কোচিং করার জন্য বাসা থেকে সঠিক সময়ে বের হলেও ঠিক সময়ে বাসায় না আসলে আমি ছেলের বন্ধু ও আমার সকল আত্মীয়ের বাসায় খোজ নিয়ে না পেয়ে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করি। ছেলের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাথার কেশ খাটো ও কালো, পড়নে ছিল গেভাডিং এর প্যান্ট ও গোল হাফ হাতার গেঞ্জি, চোখে চশমা রয়েছে। পিরোজপুর সদর থানার সাধারণ ডায়েরী নং – ৬২৮, তারিখ ঃ ১৬/০৭/২০১৯ইং। মোবাইল নম্বর ঃ ০১৭৩১০৮৩৮৮৫
হারানো বিজ্ঞপ্তি
Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ