পিরোজপুরে মাদক ব্যবসায়ী মোঃ সবুজ শেখ (৩৪) কে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আজ বৃহষ্পতিবার (১৮ জুলাই) বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সবুজ পুরাতন বাসস্ট্যান্ডের একটি দোকানের মালিক ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মধুরকাঠী গ্রামের হেমায়েত উদ্দিনের পুত্র।
পিরোজপুর সদর থানায় অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই ফারুক হোসেন এর নেতৃত্বে এএসআই রুস্তুম ও একটি দল পুরাতন বাসস্টানে অভিযান চালিয়ে সবুজের কাছ থেকে ৩০৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রীয়াধীন।