পিরোজপুরের একমাত্র নন-এমপিও ভূক্ত মহিলা টেকনিক্যাল কলেজ পিরোজপুর মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। কলেজে এইচ এস সি পরীক্ষায় পাশের হার ৯২% প্রায়। বুধবার প্রকাশিত এইচ এস সি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। ফলাফলে পিরোজপুর মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে বিভিন্ন মেধা তালিকায় ৩৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
কলেজের অধ্যক্ষ মিয়া মোঃ কাদিরুল মুকতাদির জানান, কলেজের সার্বিক অবস্থায় কলেজের ফলাফল সন্তোষজনক। তবে আগামীতে আরো ভালো ফলাফল করার আশা করছি।