পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে জাহিদ কাজী (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের মিরুখালী সড়ক থেকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহিদ কাজীকে গ্রেফতার করে। জাহিদ উপজেলার দাউদখালী ইউনিয়নের রড়হারজী গ্রামের রুস্তুম কাজীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র।
মামলা সূত্রে জানা গেছে, শিশুটি তার নানা বাড়ি বড়হারজী গ্রামে নানীর কাছে থাকে। গত সোমবার বিকেলে শিশুটি পাশের একটি ঘরে খেলছিল এ সময় প্রতিবেশী জাহিদ শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার দিলে ওই ঘরের লোকজন ছুটে আসলে জাহিদ পালিয়ে যায়।
শিশুটির মা-বাবা চাকুরির সুবাদে চট্টগ্রামে থাকায় তাদের সাথে যোগাযোগ করে শিশুটির নানী বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানায়, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামী জাহিদকে গ্রেফতার করা হয়েছে।