পিরোজপুরে হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


পিরোজপুরে প্রয়াত সাবেক রাষ্টপতি, সাবেক সেনাপ্রধান, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের রুহরে মাগফিরাত কামনায় শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব সংহতি ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় চালনা নামাজপুর হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে শুক্রবার বিকালে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ তৌনিক-উল হক, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা সভাপতি মোঃ বশির আহম্মেদ, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য ও পিরোজপুর জেলা সহ-সভাপতি মোঃ এনায়েত হোসেন লীন, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম সদস্য ও পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন তোতা, পিরোজপুর যুব সংহতির জেলা সহ-সভাপতি মোঃ লিটন শিকদার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চালনা নামাজপুর হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল মান্নান।


Categories: জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ