এবার ছেলে ধরার পর “দেশে তিনদিন বিদ্যুৎ থাকবে না” নামে নতুন গুজব।

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ছেলেধরা গুজব। এবার ছেলেধরা গুজবকে ছাড়িয়ে গেল ”দেশে তিনদিন কারেন্ট থাকবে না” নামে নতুন গুজব। সবার মুখে শুধু একই কথা শোনা যাচ্ছে দেশে তিনদিন কারেন্ট থাকবে না। কিন্তু এই খবরটি কিভাবে এবং কোথা থেকে বের হলো বিদ্যুৎ অফিসের কেউ বলতে পারছে না।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউস বলেছেন, “গুজব রটেছে দেশে নাকি বিদ্যুৎ থাকবে না আর সেই সময় নাকি মাথা কাটা হবে”। তিনি বলেন এটা পুরোপুরি গুজব, এতে কেউ কান দিবেন না।


তিনি আরো বলেন, এক শ্রেনীর লোক আছে যারা সব সময় গুজব ছড়াতে পছন্দ করেন। বিদ্যুৎ বন্ধ থাকার কোন সুযোগ নেই। বর্তমানে ভয়াবহ বন্যা মোকাবেলা করেও আমরা বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছি। তাই জনগণকে অনুরোধ করব গুজবে কান দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।

 


Categories: জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ