পিরোজপুরে রিকের আয়বৃদ্ধি মূলক উপকরন হস্তান্তর

পিরোজপুরে ”দারিদ্র দূরীকরনের লক্ষে পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি”র লক্ষে শংকরপাশা, শারিকতলা ও কদমতলা ইউনিয়নে উদ্যমী সদস্য (ভিক্ষুক) পূনর্বাসন কার্যক্রম-২০১৯ উপলক্ষে আয়বৃদ্ধি মূলক উপকরন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় রিক জোন অফিসে বৃহষ্পতিবার বিকালে এ আয়বৃদ্ধি মূলক উপকরন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিক পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুস্তানজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক প্রধান কার্যালয়ের প্রবীর কর্মসূচীর ফোকাল পার্সন মোঃ তোফাজ্জেল হোসেন, শারিকতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজু মোল্লা। এসময় ৩টি ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচীর ৩জন সমন্নয়কারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৩টি ইউনিয়নের মোট ৬ জন লোককে মোট ৫টি গাভীসহ বাছুর, ৫টি ব্যাটারী চালিত রিক্সা ও নগদ ৫০, ০০০ (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা রিকের প্রোগ্রাম অফিসার আ. ফ. ম. রেজাউল করিম।


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ