মঠবাড়িয়ায় যুবলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

পিরোজপুরের মঠবাড়িয়ায় নবগঠিত যুবলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় নুতন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মিরুখালী ও দাউদখালী ইউনিয়ন যুবলীগ। মিছিলটি মিরুখালী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি আবু হানিফ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, যুবলীগ নেতা তৌহিদ সোহেল, দাউদখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, মিরুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি লাভলু তালুকদার প্রমুখ।


Categories: বরিশাল বিভাগ,রাজনীতি

ব্রেকিং নিউজ