পিরোজপুরে স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে এক বর্ণ্যাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন সিকদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রায়হান, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হাসান মামুন, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জুবায়ের জনি, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম শেখ জনি প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
পিরোজপুরে স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Categories: জাতীয়,বরিশাল বিভাগ,রাজনীতি,সারাদেশ