ডেঙ্গুতে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

ডেঙ্গু রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর । বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। গত রোববার (২৮ জুলাই) সন্ধ্যার পর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর পরীক্ষা নিরিক্ষার পর ব্যারিস্টার শাহজাহানের ডেঙ্গু রোগ ধরা পড়েছে বলে জানা যায়।


এদিকে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলেও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২৯ জুলাই) তাদের দুইজনকে হাসপাতালে দেখতে যান। সেখানে তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এরপর সিসিইউতে ভর্তি হৃদরোগে আক্রান্ত দলের ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীরও খোঁজ খবর নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


Categories: অন্যান্য,টপ নিউজ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ