পিরোজপুরে এমিনেন্ট বয়েজের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি


স্টাফ রিপোর্টারঃ স্বেচ্ছাসেবী সংগঠন এমিনেন্ট বয়েজের উদ্যোগে বুধবার থেকে পিরোজপুর শহরে মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বন বিভাগের সহযোগিতায় পৌরভবন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদুল্লাহ লিটন, সহিদুল ইসলাম সিকদার, আব্দুল হাই ও ফরহাদ হোসেন টুলু, যুবলীগ নেতা আক্তারুজ্জামান মানিক, সংগঠনের সভাপতি পারভেজুর রহমান, সাইফুল্লাহ হুমায়ূন, মো. নিয়াজ মোরশেদ, মো. নূরুউদ্দিন, মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচিতে শহরের সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরের শোভাবর্ধণে ৩০০ গাছের চারা রোপন করা হবে। এসব গাছের মধ্যে রয়েছে তালগাছ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কাঞ্চন, জারুল, বকুল, আমলকি, হরতকি, বহেরাসহ বিভিন্ন জাতের বনজ ও ওষুধি।



Categories: বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ