বঙ্গবন্ধুর পলাতক খুনীদের বিচারের দাবিতে পিরোজপুরে জেলা আওয়ামীলীগের মিছিল ও সমাবেশ


পিরোজপুর জেলা প্রতিনিধিঃ  পিরোজপুরে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকর করার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহষ্পতিবার বিকালে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড আব্দুল হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মতিউর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী, সদস্য তৌহিদুল ইসলাম হিরু, সদস্য আমিরুল ইসলাম মিরন, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মাওলা নকীব, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগের সদস্য রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাফিজ মিলু, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সরকারী সোহরাওয়ার্দী কলেজের ভিপি এস এম বায়েজিদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।


Categories: জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ

Tags: ,,

ব্রেকিং নিউজ