বরিশাল শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বিভাগীয় ট্রাক টার্মিনালে বালুচাপা দেওয়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুরস্থ টার্মিনালটির অভ্যন্তরে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিক যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব উল আলম জানান, স্থানীয়রা বালুচাপা দেওয়া যুবকের লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের ধারনা যুবককে হত্যার পরে কেউ লাশটি বালুচাপা দিয়ে রেখেছে। এই ঘটনায় একটি মামলা গ্রহণ চলছে। পরবর্তী বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান ওসি।