পিরোজপুরে ৩দিন ব্যাপী ক্লাসরুমের পাশে সম্মিলিত বইমেলার উদ্বোধন


পিরোজপুরে ৩দিন ব্যাপী ক্লাসরুমের পাশে সম্মিলিত বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কৈশোর তারুণ্যে বই এর আয়োজনে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সময় টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ও কৈশোর তারুণ্যে বই এর সভাপতি তুষার আব্দুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৈশোর তারুণ্যে বই এর ট্রাষ্টি সৈয়দ জাকির হোসেন, কৈশোর তারুণ্যে বই এর ট্রাষ্টি কাকলি প্রধান, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার শেখ মামুনুর রশিদ, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আজিজি। বই মেলায় ৯টি দোকান ৩ আগষ্ট থেকে ৫ আগষ্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক।



Categories: জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ