বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শুরু হতে এখনো বাকি চার মাস। কিন্তু ইতিমধ্যেই বিপিএল নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঢাকা ছেড়ে রংপুরে যোগ দেওয়াতে অনেকটাই ক্ষিপ্ত বিপিএল কমিটি।
আজ রোববার (৪ আগস্ট) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের (বিসিবি) সহসভাপতি ও বিপিএলের ড্রাফট কমিশনার মাহবুব আনাম বলেন, ‘সাকিবের রংপুরে যোগ দেওয়া অবৈধ।’
এর আগে, মুশফিকুর রহিম চিটাগং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ও তামিম ইকবাল ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে খুলনা টাইটান্সে যোগ দিলেও বিপিএল কতৃপক্ষ ওই বিষয়ে কোনো কথা বলেনি।
এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিবের রংপুরে যোগ দেওয়ার কোনো ভ্যালিডিটি নাই। এই নিয়ে আলাপ-আলোচানার কোনো মানে নেই।’
মাহবুব আনাম প্রশ্ন রেখে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো চুক্তি করেনি। তাহলে কোনো খেলোয়াড় নেওয়া বৈধ হয় কীভাবে? ‘ফ্র্যাঞ্চহাজিগুলোর চুক্তি শেষ। তাদের সঙ্গে চুক্তির আমন্ত্রণ দেওয়া হবে ৪৮ ঘণ্টার মধ্যে। তারা যদি করে, তাহলে হবে। না হয় শর্টলিস্টেই খেলা হবে।’