কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


পিরোজপুরের কাউখালী উপজেলায় পানিতে ডুবে রিসান মোল্লা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রিসান উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের দিন মজুর মোস্তফা মোল্লার ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ১টার দিকে রিসান মোল্লা সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে বাড়ি পাশের পুকরে অসাবধানতাবশত পড়ে যায়। পরে তাকে দুপুরে তিনটার দিকে অনেক খোঁজাখুজিঁর পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার নাঈম ফেরদৌস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।



Categories: অন্যান্য,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ