পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


পিরোজপুরের মঠবাড়িয়ায় আলাউদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ সোমবার দুপুরে উপজেলার টিয়ারখালী বাজারের পূর্ব পাশে নতুন জীবন অফিসের পূর্ব পাশের রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে ৩’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন পার্শবর্তী পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রামের আবুল হাশেম হাওলাদারের ছেলে।


পিরোজপুর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানায়, উপজেলার টিয়ারখালী বাজারে আলাউদ্দিন মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে সংগীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজাহারুল আমিন (বিপিএম) জানান, মাদক ব্যাবসায়ী আলাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।


Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ