পিরোজপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনির উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পিরোজপুর জেলা ছাত্রলীগের আয়োজনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান বাবুল, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সদানন্দ গাঈন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত খান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারি তালুকদার জয়েন, কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিযুষ আইচ, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, জেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইমন সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অমি আদনান প্রিন্স। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

 


Categories: জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ