ঝালকাঠির রাজাপুর উপজেলার বারবাকপুর (হাজিরহাট) এলাকা থেকে ইকবাল হোসেন নামের এক যুবককে ডাকাত সন্দেহে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ উপজেলার বারবাকপুর (হাজিরহাট) এলাকা থেকে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ইকবাল হোসেন কে ডাকাত সন্দেহে আটক করে। ইকবাল হোসেন উপজেলার বারবাকপুর গ্রামের মৃত. সিরাজ উদ্দিন এর ছেলে। তার নামে রাজাপুর থানায় তিনটি মামলা সহ বহু অভিযোগ রয়েছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, ইকবাল হোসেন কে রবিবার রাতে আটক করে সোমবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়।