বরগুনায় ডাকাতি হওয়া স্বর্ণ ও নগদ টাকাসহ দুই ডাকাত সদস্য গ্রেফতার

বরগুনায় ডাকাতি হওয়া নগদ টাকা ও স্বর্ণ অলংকার সহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে বরগুনা পুলিশ। সোমবার মধ্যরাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। কয়েকদিন আগে এই ডাকাত চক্রের আরো দুই আসামি গ্রেপ্তার করা হলে আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে আরো দুইজনকে গ্রেফতার করা হয়।


আজ সকাল ১১ টায় বগুনা পুলিশ সুপার কার্যালয় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মারুফ হোসেন জানান, গত মাসে ২৭ তারিখ সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় জানালার শিক ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ লক্ষ টাকার স্বর্ণ ও মোবাইল নিয়ে যায়।

এ ঘটনায় সদর থানায় ডাকাতি মামলা হলে ৭ দিনের মধ্যে দুইজন ও ১০ দিনের মধ্যে আরও দুই’জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৮ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয় ।


Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ