পিরোজপুরে ৯নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার : পিরোজপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, মদক, ইভটিজিং, গুজব ও ডেঙ্গু প্রতিরোধসহ আইন শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে হুলারহাট বন্দরে পৌরসভার ৯নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। তিনি তার বক্তব্যে বলেন, আমরা সবাই মিলে সমাজে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবো। নিজ অবস্থান থেকে নিজের এলাকাকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। দেশকে ভালবাসতে বাসতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদ বিষয়ে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের দেশে জঙ্গী হামলা হয়েছে এবং এরকম জঙ্গি হামলা যদি আরো কয়েকটা হয় তবে দেশ ধ্বংষের মুখে পড়বে। আপনারা সতর্ক থাকবেন চোখ কান খোলা রাখবেন যেকোনো ধরনের সন্দেহজনক কিছু পেলে অবশ্যই আমাদের অবহিত করবেন। আমরা আমাদের অবস্থান থেকে সর্বপ্রকার সহযোগীতা করবো।


সভায় পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের সভাপতি ও ৯নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি মজনু তালুকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক,


হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামলীগের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী ফকির, বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান শিকদার, হুলারহাট বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াসুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হানিফ খান, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জিদান আহম্মেদ জসিম প্রমুখ।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ