বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জাতীয় শ্রমিকলীগ ও জাতীয় মহিলা শ্রমিকলীগ পিরোজপুর জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় শ্রমিকলীগ পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ মজনু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলাউদ্দিন আল আজাদ মিলন, জাতীয় মহিলা শ্রমিকলীগ খুলনা জেলা শাখার সভাপতি মোসা. মনিরা সুলতানা।


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ লেকমান হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মোল্লা, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হান্নান শেখ, সদর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রফিকুল ইসলাম খোকন, পৌর শ্রমিকলীগের সভাপতি নুরুল ইসলাম নুরু, সদর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শাহাঙ্গীর ফকির, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম শেখ জনি প্রমুখ। পরে জাতীয় মহিলা শ্রমিকলীগ পিরোজপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।


Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ