পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ক্রাস প্রোগ্রাম উদ্বোধন

পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ক্রাস প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে শহরের সরকারি টেকনিক্যাল স্কুল এ্যন্ড কলেজ প্রাঙ্গনসহ সরকারি শিশু পরিবার, শহর বাসস্ট্যান্ড ও হুলারহাটসহ বিভিন্ন স্থানে মশক নিধন এই ক্রাস কার্যক্রম চালানো হয়।


এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালা ও নাহিদ ফারজানা ছিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মোস্তানজীল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সংবাদ কর্মী, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগন এসময় উপস্থিত ছিলেন।


Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ