পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ কবির হোসেন ফরাজী (৪০) ও সোহাগ (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব সেনের টিকিকাটা দফাদার বাড়ির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর থেকে তাদেরকে ৬২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের ছত্তার দফাদারের ছেলে ও গ্রেফতারকৃত সোহাগ উপজেলার ছোট শিংগা গ্রামের কালু হাওলাদারের ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসাইন জসিম জানান, উপজেলার পূর্ব সেনের টিকিকাটা দফাদার বাড়ির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা আমাদের উপস্থিতি টের পেয়ে দৌরে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাদক ব্যাবসায়ী কবির ও সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।