মানষিক বিকারগ্রস্থ শাবনুরের নবজাতকের ঠাঁই হলো বেবি হোমে

পিরোজপুর শহরের ভবঘুরে মানষিক বিকারগ্রস্থ (পাগলী) শাবনুরের (ছদ্মনাম) নবজাতক কন্যা শিশুটির ঠাই হলো বরিশালের আগৈলঝড়া ছোটমনি নিবাসে।আদালতের মাধ্যমে বুধবার জেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে শিশুটিকে সোনামনি নিবাসে পাঠানো হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের প্রভেশনাল অফিসার জাকির হোসেন হাওলাদার বলেন, সর্ব্বোত্তম সুরক্ষা বিবেচনায় নিয়ে বিজ্ঞ আদালত বরিশালের আগৈলঝড়ায় ছোটমনি নিবাসে প্রেরনের নির্দেশনা প্রদান করেন। বুধবার পিরোজপুর সদর হাসপাতাল থেকে শিশুটিকে ছোটমনি নিবাসে স্থানান্তর করা হয়। তিনি শিশুটির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। শিশুটি যেন সুস্থ হয়ে বড় হতে পারে।


কিছুদিন পূর্বে মানসিক বিকারগ্রস্ত অন্তঃসত্ত্বা শাবনুর সন্তান প্রসবের জন্য রাস্তায় অসুস্থ হয়ে পড়লে লোকজন পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি কন্যা সন্তান প্রসব করে। শাবনুর এর আগেও আরো একটি কন্যা সন্তানের মা হয়েছিলো।


Categories: অন্যান্য,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ