পিরোজপুরের ভান্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু শিবির

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চরখালীতে প্রায় তিনশতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ১৯নং পশ্চিম চরখালী সরকারি বিদ্যালয় ও কাম সাইক্লোন সেল্টার মিলনায়তনে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতের চিকিৎসকদল গতকাল বুধবার অসহায় ও গরীব দুঃস্থ রোগীদের এ চিকিৎসা সেবা দেন। এছাড়া চিকিৎসকদল ৩২জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যান। তাদের চক্ষু অপারেশন করে সুস্থ করে পুনরায় ভান্ডারিয়া তাদের পৌছে বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। চক্ষু শিবিরে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ, ডা. অয়ন সেন, পিআরও মিজানুর রহমান। এদেরকে সার্বিক সহযোগিতা করেন পিরোজপুর জেলা পরিষদ সদস্য রোকেয়া বেগম, ইউপি সদস্য মো. মনির হোসেন, আবু সালেহ দুলাল ও মো. বাদশা চক্ষু শিবিরে উপস্থিত থেকে চিকিৎসা সেবায় সহয়তা প্রদান করেন।



Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,স্বাস্থ্যপাতা

ব্রেকিং নিউজ