শ্রাবন্তীকে নিয়ে রনির ‘বিক্ষোভ’

বাংলাদেশি ভক্তদের জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী । দুই বাংলার যৌথ প্রযোজনায় নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম ‘বিক্ষোভ’। ছবিটির নির্মাতা শামীম আহমেদ রনী। সর্বশেষ এই অভিনেত্রী যৌথ প্রযোজনায় ‘যদি একদিন’ ছবিতে তাহসানের বিপরীতে অভিনয় করেন শ্রাবন্তী।
নির্মাতা শামীম আহমেদ রনী জানান, কলকাতায় শ্রাবন্তীর সঙ্গে এই ছবির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। ছবির অন্য অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হলেও নায়কের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নির্মাতা রনি বলেন, ‘শ্রাবন্তীর বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।। আশা করছি শিগগিরই তা চূড়ান্ত হবে।’
ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনা অবলম্বনে ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই।  আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় ছবির মহরত হবে। সেদিন থেকেই শুটিংও শুরু হবে।

‘বিক্ষোভ’-এ অভিনয় করছেন ভারতের রজতাভ দত্ত, রাহুল দেব আর বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চু প্রমুখ।


Categories: অন্যান্য,টপ নিউজ,বিনোদন,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ