পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আওয়ামী মৎস্যজীবীলীগ পিরোজপুর জেলা শাখা। সোমবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সদস্য সচিব আলতাফ হোসেন হাওলাদার, পৌর মৎস্যজীবীলীগের সভাপতি নরোত্তম কুমার দাস, জেলা মৎস্যজীবীলীগের সদস্য শহিদুল ইসলাম, নাজিরপুর মৎস্যজীবীলীগের সদস্য সচিব কুদ্দুস মোল্লা, মঠবাড়িয়া মৎস্যজীবীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, সদর উপজেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব মোঃ জাফর হাওলাদার, নাজিরপুর মৎস্যজীবীলীগের যুগ্ম আহবায়ক আতিয়ার রহমান শেখ, মঠবাড়িয়া মৎস্যজীবীলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ব্যাপারী প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামালীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ সাইদুর রহমান।
পিরোজপুরে মৎস্যজীবীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ