পিরোজপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছে ফেডারেল সিভিক ক্লাব

উন্নত সভ্যতায় মানব সমাজের নানান চাহিদার ফলে ধ্বংস হচ্ছে প্রকৃতি। জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব ও প্রাকৃতিক বিপর্যয় রোধে গাছ লাগানোর বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় শোকের মাসে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফেডারেল সিভিক ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার পিরোজপুর শহরের মোর্শেদ স্মৃতি শিশু নিকেতনে ফেডারেল সিভিক ক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান রাজিব এর ব্যবস্থাপনায়  বৃক্ষরোপণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসার আতাউর রহমান। আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।


ফেডারেল সিভিক ক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান রাজিব জানান, শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এ উদ্যোগ গ্রহন করেছি। আমরা শহরের গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করব। আমরা ইতিপূর্বে অনেকগুলো সামাজিক কাজ করেছি।  সামনে আরো কিছু সামাজিক কাজ করে বঙ্গন্ধুর সোনার বাংলা গড়ার অংশীদার হবো।


Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ