নানা আয়োজনে পিরোজপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত


পিরোজপুরে নানা আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আখড়াবাড়ী মদনমোহন জিউ মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদ ও জন্মষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ভক্তিমুলক সংগীতানুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য এ্যাড শ. ম. রেজাউল করিম। উৎসব উদযাপন কমিটির আহবায়ক সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য চন্ডিচরণ পাল, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য ডা. তপন কুমার বসু, পিরোজপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি তুষার কান্তি মজুমদার, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আহবায়ক সুনিল চক্রবর্তী, সদস্য সচিব সুভাষ চন্দ্র সরকার প্রমূখ।


Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ