ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় ২শ’ পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে মাদক বেচা-কেনার সময় জাহানার বেগম (৫০) ও তার ছেলে রাজিব মল্লিক (৩০) কে হাতেনাতে আটক করা হয়। জাহানার বেগম (৫০) উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মৃত রুস্তুম মল্লিকের স্ত্রী আর রাজিব মল্লিক (৩০) হলেন তার ছেলে ।
সংবাদ সম্মেলন করে বিকেল ৫টায় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা-কেনার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।