ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় ২শ’ পিস ইয়াবাসহ মা-ছেলে সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে লক্ষিপুরা মহল্লার মল্লিক বাড়ীতে অভিযান চালিয়ে মাদক বেচা-কেনার সময় জাহানার বেগম (৫০) তার ছেলে রাজিব মল্লিক (৩০) ও সাইফুল ইসলাম সুজন (২৮) কে হাতেনাতে আটক করা হয়। জাহানার বেগম (৫০) উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ল²ীপুর গ্রামের মৃত রুস্তুম মল্লিকের স্ত্রী আর রাজিব মল্লিক (৩০) হলেন তার ছেলে।
ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই ফেরদৌস ও আবুল বাসারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। মাদক বেঁচা-কেনার সময় তাদেরকে ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ একটি মামলা দায়ের করা হয়েছে। এই পরিবারটি দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল তার বড় ভাই ইকবালের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে সাজা হয়।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২০ আগষ্ট) বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে ওই উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নিজ ভান্ডারিয়া এলকার মো. তরিকুল ইসলাম (২৩) নামের মাদক ব্যবসায়ীকে ৬ শত ৩৫ পিস ইয়াবা সহ আটক করেন। আটককৃত ওই মাদক ব্যবসায়ী ওই এলাকার কিছলু জমাদ্দারের পুত্র।
এ ছাড়া গত সোমবার (১৯ আগষ্ট) রাত ২টায় র্যাব অভিযান চালিয়ে মোঃ ইমরান ওরফে এমরান সওদাগর (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ২টি ওয়ান স্যুটার, ৬ রাউন্ড গুলি, ৩ শত পিস ইয়াবা ও ৪ শত গ্রাম গাঁজা সহ আটক করেছেন। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী স্থানীয় ভান্ডারিয়া পৌর এলাকার মোঃ শাহজাহান সওদাগরের পুত্র। পুলিশ জানায়, আটককৃত ইমরানের বিরুদ্ধে পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন থানায় অপহরণ, মাদক ও অস্ত্রসহ ৫ টি মামলা রয়েছে।